হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়া-পাবনা মহাসড়কে মিরপুর উপজেলার ৮ মাইল নামক স্থানে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে মনিকা খাতুন (৩০) ও শিশির হোসেন (১৭) নামের দুজন নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মনিকা খাতুন ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সুবেল মিস্ত্রির স্ত্রী ও শিশিরের বাড়ি দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামের মোস্তফার ছেলে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ৮ মাইলে পাবনার দিকে আসা একটি মাইক্রোবাস কুষ্টিয়া অভিমুখে যাওয়া সিএনজিকে ধাক্কা দেয়। এ সময় সিএনজি উল্টিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। সিএনজির ভেতরে থাকা পাঁচজন যাত্রী এতে গুরুতর আহত হয়। এঘটনায় স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মনিকা খাতুনের মৃত্যু হয় ও শিশির ভর্তির পর পরই মারা যায়। বাকি আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

কুষ্টিয়ার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি জুলহাস কবির ও মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিএনজি ও মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে গিয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার