হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাপড় চুরির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাপড় চুরির অভিযোগ তুলে যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হারদী ইউনিয়নের খালপাড়া এলাকায় মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতনের ঘটনা ঘটে। তবে আজ শুক্রবার নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

নির্যাতনের শিকার যুবকের নাম বজলু ফারাজী (৩৫)। তিনি উপজেলার কুমারী ইউনিয়নের ফারাজীপাড়ার পচা ফারাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, হারদী গ্রামের খালপাড়ার কালু হোসেনের বাড়ি থেকে তাঁর স্ত্রীর পরিহিত মেক্সি কাপড় চুরি হয়। ওই কাপড় নির্যাতনের শিকার ওই যুবক নিজেই পরে বিভিন্ন বাড়ির জানালা দিয়ে উঁকি মারেন। গতকাল রাত ৩টার দিকে ভুক্তভোগী কালু ঘুম থেকে উঠলে প্রতিবেশী জসির বাড়ির জানালা দিয়ে মেক্সি পরিহিত একজনকে উঁকি দিতে দেখেন।

পরে তাঁকে ধরে ফেলেন। একপর্যায়ে এলাকাবাসী জড়ো হলে বজলু ফারাজীকে একটি কাঁঠালগাছে বেঁধে সারা রাত নির্যাতন চালায়। মারধরের একপর্যায়ে বজলুর পরনের মেক্সিতে অজ্ঞাত এক ব্যক্তিকে আগুন লাগিয়ে দেয়। পরে এলাকাবাসীই তাঁকে আগুন থেকে উদ্ধার করে। এরপর স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম তাঁকে পুলিশের কাছে তুলে দেন।

জানতে চাইলে হারদী ইউনিয়নের খালপাড়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘রাতের আঁধারে চুরি করতে গিয়ে বজলু নামে একজনকে আটক করে এলাকাবাসী। তাকে ধরে অনেকে মারধর করেছে। সকাল ৬টার দিকে আমি জানতে পারলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দিয়ে তাকে প্রশাসনের জিম্মায় তুলে দিয়েছি।’

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ও নির্যাতনের শিকার হওয়া যুবক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার