হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বাস টার্মিনাল এলাকায় অভিযানে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

খুলনা প্রতিনিধি

খুলনায় সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) যৌথ অভিযানে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বাস টার্মিনালের পাশে ময়ূরী সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলো ভেঙে দেওয়া হয়।

খুলনায় সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

এ সময় অন্তত ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা অনেকেই দীর্ঘদিন ব্যক্তিমালিকের কাছ থেকে ইজারা কিংবা ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছেন। যা বেআইনিভাবে ভেঙে দেওয়া হয়েছে।

কেডিএ কর্তৃপক্ষ জানায়, অবৈধ জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি করে দীর্ঘদিন দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। বারবার তাঁদের নোটিশ দিয়ে সরে যেতে বলা হয়েছে। মাইকিংও করা হয়েছে। কিন্তু তাঁরা সরে না যাওয়ায় সেগুলো উচ্ছেদ করা হলো। ৩০টির মতো স্থাপনা ভাঙা হয়েছে। আরও কিছু স্থাপনা আছে, যেগুলোর মালিক ওয়াদা করেছেন দ্রুত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নিয়ে জায়গা খালি করে দেবেন।

তবে দোকান ও পরিবহন কাউন্টার-সংশ্লিষ্টরা জানান, অনেকেই এখানে ব্যক্তিমালিকানাধীন জায়গা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। বিষয়টি নিয়ে একটি সঠিক নীতিমালা দেওয়ার জন্য কেডিএকে জানালে, সেটি তারা না শুনে হঠাৎ তাঁদের সম্পদ গুঁড়িয়ে দিয়েছে।

ব্যবসায়ীরা আরও বলেন, ‘কেডিএ বলেছিল দোকানগুলো থাকবে, কিন্তু কাউন্টারগুলো অপসারণ করতে হবে। সে জন্য তিন মাসের একটি সময় চেয়ে নেওয়া হয়েছে। কাউন্টার মালিকেরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এক সপ্তাহের মাথায় এসে বুলডোজার দিয়ে ভেঙে দিল। এতে কম্পিউটার, এসি, চেয়ার, টেবিলসহ সব আসবাব নষ্ট হয়ে গেছে। কোনো কিছু বের করারও সুযোগ দেইনি। ফলে আমরা আরও বেশি অসহায় হয়ে পড়েছি।’

কেডিএর পরিদর্শক (স্টেট) মিরাজ হোসেন বলেন, ‘বারবার তাদের জায়গা খালি করার কথা বললেও তারা কর্ণপাত করেনি। এ জন্য আমরা ভেঙে দিলাম।’ তিনি আরও জানান, ময়ূরী সড়কটি ৬০ ফুট চাওড়া করা হবে। এ জন্য বাজেটও অনুমোদন হয়েছে, কিন্তু জায়গা খালি না করায় সড়ক উন্নয়নের কাজ করা যাচ্ছে না।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে