হোম > সারা দেশ > খুলনা

ছাত্রাবাস থেকে খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুবি প্রতিনিধি

ছাত্রাবাস থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হল রোডের একটি ছাত্রাবাস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। 

পুলিশ বলছে-প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। 

ওই শিক্ষার্থীর নাম কাজল মণ্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি ডিসিপ্লিনে অধ্যয়নরত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পাশেই হলরোডের একটি ছাত্রাবাসে থাকতেন। তাঁর বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়। 

এদিকে, কাজল বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিষণ্নতায় ভুগছিলেন। এরই জের ধরে আজ তিনি গলায় ধুতি পেঁচিয়ে আত্মহত্যা করতে পারেন বলে মনে করেন সহপাঠীরা। 

কাজলের নিকট বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রোববার কাজলের পরীক্ষা থাকা সত্যেও তিনি পরীক্ষা দিতে যাননি। পরীক্ষা শেষে তাঁর খোঁজ নিতে আসলে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। বারবার ডেকেও কোনো সাড়া না পাওয়ায় বেলা ১টার দিকে দরজার ছিদ্র দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। 

মেসে পাশের কক্ষে থাকা তার সহপাঠী আতিকুল ইসলাম বলেন, ‘আজকে আমাদের এগ্রিকালচার ইকোনমিকস পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে যাওয়ার সময় বেশ কয়েকবার ডাকার পরও কোনো সাড়া শব্দ পাইনি। পরীক্ষার সময় হওয়ায় আমি পরীক্ষা দিতে চলে যাই।’ 

এই বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শরীফ হাসান লিমন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ রকম একটি ঘটনায় আমি খুবই মর্মাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ 

এই বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘আত্মহত্যার খবর পেয়ে আমরা এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক