হোম > সারা দেশ > খুলনা

স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে যুবককে খুনের অভিযোগ

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসায় নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখার পর পরকীয়া প্রেমিককে খুনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। বিক্ষুব্ধ ওই ব্যক্তি তাঁর স্ত্রীকেও কুপিয়ে জখম করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের মৃত মনসুর শেখের ছেলে আবদার শেখ (৫০) দীর্ঘদিন ধরে গ্রামের মনিরুল ইসলামের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১২টার দিকে মনিরুল তাঁর স্ত্রী ও আবদারকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ধারালো দা দিয়ে আবদারকে বেধড়ক কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এরপর মৃত্যু নিশ্চিত হয়ে টুকরো টুকরো করা লাশ বস্তায় ভরে বাড়ির পেছনে ফেলে রাখেন।

মনিরুল এ সময় নিজের স্ত্রী তানজিলা বেগমকেও কুপিয়ে জখম করেন। তানজিলা তখন দৌড়ে প্রাণে বাঁচেন। এ সময় তানজিলার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মনিরুল পালিয়ে যান।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মনিরুল অসুস্থ ছিলেন এবং এর সূত্র ধরে তানজিলা বেগম ও আবদার শেখ অপকর্মে জড়িয়ে পড়েন। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাতে মনিরুল স্বচক্ষে বিষয়টি প্রত্যক্ষ করেন এবং নিজের হাতে কুপিয়ে আবদারকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করেন। পরে এলাকাবাসী এগিয়ে এলে তিনি পালিয়ে যান।

ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ