হোম > সারা দেশ > কুষ্টিয়া

দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বালুবাহী ট্রাকের চাপায় মা-ছেলে নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার বটতৈল বাইপাস মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।

নিহতরা হলেন—কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকার নাজমুল ইসলামের ছেলে কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শেষ বর্ষের ছাত্র ইফতিয়াজ (১৯) এবং তাঁর মা অঞ্জনা খাতুন (৩৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ইফতিয়াজের ছোট ভাই ইফাদ (৮)। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

নিহত অঞ্জনার ভাই জহির বলেন, ‘বোনের বাড়ি সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুহাটে। বোনসহ তাঁর পরিবারের সবার দাওয়াত ছিল আমার বাড়িতে। আমার বাড়ি শহরতলির মোল্লা তেঘরিয়ার উদ্দেশে বেলা ১১টার দিকে ভাগনে ইফতিয়াজের মোটরসাইকেলযোগে বোন অঞ্জনা ও তার ছোট ছেলে রওনা হয়। আসার পথে বটতৈল বাইপাস মোড়ে তাঁরা সড়ক দুর্ঘটনার শিকার হয়। বেপরোয়া গতির বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে গিয়ে ট্রাকের ড্রাইভার ট্রাকটি রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইফতিয়াজের মৃত্যু হয়। গুরুতর আহত অঞ্জনা ও ইফাদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে অঞ্জনার মৃত্যু হয়। শিশু ইফাদের অবস্থার আশঙ্কাজনক।’ 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক ইদ্রিস আলী জানান, খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ট্রাকটিকে জব্দ করে নিয়ে যায়। চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। 

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ