হোম > সারা দেশ > মাগুরা

শালিখায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে শালিখা থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় শালিখা থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার তালখড়ি ইউনিয়নের ফারুক হোসেন (৩৫) ও কামাল হোসেন (২৫)। ফারুক হোসেন মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি ও উভয়ই ছান্দড়া গ্রামের ইসরাইল মোল্লার ছেলে। 

পুলিশ জানায়, বুধবার (১৮ মে) এক গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা ওসি বিশারুল ইসলামের নেতৃত্বে এসআই লালটু, এসআই মনজুরুল, মাসুম বিল্লা, আবুল বাশার সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাগুরার সদর থানার জেনারস স্কুলের সামনে থেকে ও ইছাখাদা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করে। 

পুলিশ জানান, আসামি ফারুক হোসেন মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি। তাঁর নামে শালিখা থানায় সমসাময়িক নাশকতামূলক ৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা সহযোগীদের সহায়তায় বাসে অগ্নিসংযোগ, জনসমাবেশে পেট্রল নিক্ষেপ করাসহ দেশদ্রোহী ও নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। ২০১৩ সাল থেকে তাঁরা বিভিন্ন এলাকায় নানা ছদ্মবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছত্র ছায়ায় থেকে টেন্ডারবাজিসহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করত। 

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার