হোম > সারা দেশ > মাগুরা

প্রধানমন্ত্রীকে এসএমএস করে ঘর পেলেন বাবু

মাগুরা প্রতিনিধি

মাগুরা আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র বাবু মিয়া। বাবা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে মাকে অমানুষিক খাটুনি করতে দেখছেন তিনি। দেখেছেন নানাবাড়িতে একটা খুপরি ঘরে কোনোমতে চার ভাইবোনকে নিয়ে বাস করতে। সেই ঘরের দরজা ভাঙা। জানালার ফাঁক গলে ভেতরে ঢোকে কুকুর-বিড়াল। ঝড়-বৃষ্টিতে টিনের চালের ফুটো দিয়ে পানি গড়িয়ে ভিজে যায় বিছানা-বালিশ। এসব কষ্টের কথা, মায়ের সংগ্রামের কথা, অন্যের বাড়িতে বসবাসের গ্লানির কথা লিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েছিলেন বাবু। তাঁর সেই খুদে বার্তায় সাড়া দিলেন প্রধানমন্ত্রী। বাবু মিয়া পেলেন একটি পাকা ঘরসহ দুই শতক জমি।

গত শনিবার বিকালে মাগুরার হাজরাপুর ইউনিয়ন পরিষদ এলাকায় দুই শতক খাসজমিতে নির্মিত দুই কক্ষের টিনশেডের ঘর দেওয়া হয় তাঁকে। জেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের উপস্থিতিতে বাবু মিয়ার কাছে বাড়ি ও জমির দলিল বুঝিয়ে দেওয়া হয়।

আজকের পত্রিকাকে বাবু বলেন, ‘আমার বাবার কোনো জায়গা-জমি না থাকায় আমরা পারিবারিকভাবে ভূমিহীন ছিলাম। অন্যের বাড়িতে একটা ঘরে আর থাকা যাচ্ছিল না। তাই অনেক কষ্ট করে প্রধানমন্ত্রীর মোবাইল ফোন নম্বর জোগাড় করে বাড়ি চেয়ে এসএমএস পাঠাই। প্রধানমন্ত্রী আমার এসএমএসে সাড়া দিয়েছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন।’

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’