হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভারত থেকে ঠেলে দিয়ে যাওয়া ৭৮ জনের ৩ ভারতীয়কে আদালতে সোপর্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারত থেকে ঠেলে দেওয়া ৭৮ জন। ছবি: আজকের পত্রিকা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত রোববার গভীর সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তাঁদের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিক। আর বাকি ৭৫ জন বাংলাদেশি। বাংলাদেশিদের তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ভারতীয় ৩ নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

রোববার রাত ১১টায় কোস্ট গার্ডের সদস্যরা ৭৮ জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় নিয়ে আসেন। তাঁদের মধ্যে ৩ জন ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাট শহরের বাসিন্দা।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, ৩ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা জোনাল অফিসের পিও মশিউর রহমান বাদী হয়ে আজ সোমবার মামলাটি করেন। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

বাকি ৭৫ জন বাংলাদেশি নাগরিককে তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান মিথুন সরকার।

প্রসঙ্গত, ৮ মে সন্ধ্যায় বিএসএফ এসব ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক হিসেবে ঠেলে দিয়ে যায় এবং তাঁরা হেঁটে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে চলে আসেন। পরে তাঁদের সমুদ্রপথে মোংলা কোস্ট গার্ড অফিসে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় লোকজন উদ্বেগ প্রকাশ করেছে এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার