হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ২

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুরে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে একটি মিনি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন শাহাদত হোসেন (৪৫) ও তার সহকারী ফারুক হোসেন (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ওপরে একটি সিমেন্টবোঝাই পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা থেকে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের দিকের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মিনি ট্রাকের চালক ও সহকারী। 

নিহত চালক শাহাদত হোসেন পাবনা জেলার শালদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে ও সহকারী ফারুক হোসেন একই জেলার নাগদেমরা গ্রামের মোজহার মোল্লার ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান, সড়কের পাশে ফুটপাতে বিকল হওয়া পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। চালক ঘুমিয়ে থাকায় তাঁর সহকারী ফারুক হোসেন ট্রাক চালাতে থাকেন। তিনিও ঘুমের ঘোরে থাকায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন মিনি ট্রাকের চালক ও সহকারী। নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ