হোম > সারা দেশ > যশোর

যশোরে যুবলীগের কর্মী হত্যা মামলায় কারাগারে নেতা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরে যুবলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ চাকলাদার ফন্টুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি ইদ্রিস আলী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগের কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

আদালতের পিপি জানান, মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহম্মদ ২০২০ সালের ২০ জুলাই ফন্টু চাকলাদারসহ ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। এত দিন জামিন না নিলেও আজ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফন্টু চাকলাদার। আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, ফন্টু চাকলাদার যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৭ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহিন চাকলাদারের আত্মীয়। তিনি আগামী সম্মেলনে যশোর জেলা যুবলীগের সভাপতি বা সম্পাদকের যেকোনো একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার