হোম > সারা দেশ > মাগুরা

৬০ বছরের চলাচলের রাস্তার ওপর ঘর, অবরুদ্ধ ১০ পরিবার

শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার রায়জাদাপুর গ্রামে ৬০ বছর ধরে চলাচলের রাস্তার ওপর ছোট ঘর তুলেছেন শুকুর মোল্লা নামে এক ব্যক্তি। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে অন্তত ১০টি পরিবার। ওই রাস্তা দিয়ে অন্তত ১ হাজার একর জমির ইরি ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ছেন এলাকাবাসী।

জানা যায়, রায়জাদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে মাঠ পর্যন্ত একটি রাস্তা ৬০-৭০ বছর আগে স্থানীয়দের চলাচল ও মাঠ থেকে ফসল ওঠানোর জন্য তৈরি করা হয়েছিল। সম্প্রতি গ্রামের মৃত আজিবর মোল্লার ছেলে শুকুর মোল্লা রাস্তার ওপর একটি ছোট ঘর তুলেছেন। এ কারণে ওই রাস্তা দিয়ে চলাচল করা অন্তত ১০টি পরিবারের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েছে। শুধু তাই নয়, রাস্তা দিয়ে মাঠের প্রায় ১ হাজার একর জমির উঠতি ইরি ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন কৃষকেরা। 

অবরুদ্ধ শিক্ষক এনামুল, হাসেম মোল্লা, ইসমাইল মোল্লা, ইকরামুল মোল্লাসহ অনেকেই বলেন, ‘প্রায় ৬০-৭০ বছর আগে থেকে এ রাস্তা দিয়ে আমরা চলাচল করি। একই সঙ্গে সারা গ্রামের লোক এই রাস্তা দিয়ে মাঠের ফসল ঘরে তোলেন। হঠাৎ করে শুকুর মোল্লা রাস্তার ওপর একটি ছোট ঘর তুলে এলাকাবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন।’ 

শিক্ষকেরা আরও বলেন, ‘রাস্তার ওপর থেকে ঘর সরাতে বললে শুকুর মোল্লা আমাদের নামে মিথ্যা মামলা করেছেন। তাই রাস্তার ওপর থেকে ওই ঘর অপসারণ করে চলাচলের পথ অবমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ 

অভিযুক্ত শুকুর মোল্লা বলেন, ‘জমিটা আমার ব্যক্তি মালিকানাধীন। এটি সরকারি কোনো রাস্তা নয়। আগে আমরা মানুষের চলাচলের জন্য রাস্তাটি দিয়েছিলাম। এখন আমার দুই ছেলে বাড়ি করবে। রাস্তার জন্য জমি দিলে দুই ছেলের বাড়ি করা যাচ্ছে না। তাই এখন আমি রাস্তার জন্য জমি দিতে পারছি না।’ 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা হয়নি।’

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’