হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি

ফাইল ছবি

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার কুশখালী ও কৈখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঢাকার কামরাঙ্গীরচর থানার বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে রাণী মণ্ডল, দেবাশীষ মণ্ডলের মেয়ে রিয়া মণ্ডল, খুলনার কয়ারা উপজেলার নাকসা গ্রামের মৃত আমির গাজীর মেয়ে নাছিমা বিবি, রেজাউল সরদারের মেয়ে সুমাইয়া খাতুন, মিস রোকাইয়া, গাজীপুরের কালিয়াকৈরের বরাব গ্রামের রহমত আলীর মেয়ে সাথী আক্তার, সাতক্ষীরার পাইগাছা গ্রামের নুর ইসলামের ছেলে জাকির হোসেন, নলতার নুর আলী গাজীর ছেলে এনছাফুল ইসলাম, খুলনার গ্রিন ল্যান্ড বি ব্লক এলাকার জয়নাল আবেদীনের মেয়ে তাসলিমা বেগম, আব্দুর রবের মেয়ে ইয়াসমিন, গোপালগঞ্জের তালতলা গ্রামের হারাধনের ছেলে মনিতোষ রায় এবং মিরপুর সেকশন গ্রামের সিরাজের ছেলে নজরুল ইসলাম।

এ ছাড়া ফিরেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মো. নুর আলম (৩৬), তাঁর স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাঁদের দুই কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)।

৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের প্রেস উইং কর্মকর্তা মিলন হোসেন জানান, আটককৃতরা সাতক্ষীরা, ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে অবস্থান করছিল। বিএসএফ তাদের আটক করে বিজিবির সঙ্গে যোগাযোগ করে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের ফেরত পাঠায়। রাতে তাদের সাতক্ষীরা সদর ও শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ জনকে বিজিবি থানায় জমা দিয়েছে। রোববার তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলেছে।

কৈখালী সীমান্তে আটক হওয়া নূর আলম জানান, আড়াই বছর আগে পাসপোর্টে করে পরিবারের সঙ্গে ভারতের কেরালায় চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে চিকিৎসা দীর্ঘমেয়াদি হওয়ায় অবস্থান করতে গিয়ে তাঁদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। পরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাঁদের আটক করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, যাচাই-বাছাই শেষে রোববার সকালে সোপর্দকৃত পাঁচজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার