হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ১ যুবকের মৃত্যু 

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় মোটরসাইকেল-আলমসাধুর (নছিমন) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক মহাতাপ উদ্দিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১০টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর-পুড়াপাড়া বাজার সড়কের বড়খানপুর বাজারের শওকত আলীর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই যুবক মহাতাপ উদ্দিন পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের আইনাল হকের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী একই গ্রামের ফুলজার রহমানের ছেলে ইসরাফিল হোসেন (২৫) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় কাঠের গুঁড়িবোঝাই আলমসাধু জব্দ করে চালককে আটক করেছে পুলিশ।

বড়খানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল হোসেন মল্লিক বলেন, মহাতাপ বুধবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে দ্রুতগতিতে হেলমেট ছাড়াই মহেশপুরের আদমপুর গ্রাম থেকে চৌগাছার বড়খানপুর গ্রামের সড়ক দিয়ে পুড়াপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে কাঠের গুঁড়িবোঝাই একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মহাতাপ ও আরোহী ইসরাফিল মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মহাতাপের মৃত্যু হয়। আহত ইসরাফিলকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

কামাল হোসেন মল্লিক আরও বলেন, মহাতাপ এক মাস আগে বিদেশ থেকে বাড়িতে এসেছেন। কিছুদিন পর আবারও তাঁর বিদেশে যাওয়ার কথা ছিল। 

চৌগাছা থানার উপপরিদর্শক বিপ্লব সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলমসাধুটি জব্দ করে চালককে আটক করেছে। নিহতের পরিবার মামলা করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক