হোম > সারা দেশ > খুলনা

অস্ত্র মামলায় শিবির নেতার ২৪ বছরের কারাদণ্ড

ঝিনাইদহ ও কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র মামলায় আকরাম হোসেন নামে ছাত্র শিবিরের এক নেতাকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন। এ ছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করে আদালত।

দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন কোটচাঁদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি (সাধারণ সম্পাদক) ছিলেন বলে জানা গেছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বলেন, আকরাম হোসেন (২৪) কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের এড়ান্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে। ২০১৬ সালের ১১ জুলাই উপজেলার দয়ারামপুর আলিম মাদ্রাসা থেকে জঙ্গি ও নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির সময় তাকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই ঘটনায় ওই দিনই পুলিশ কোটচাঁদপুর মডেল থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ / ২০ জনকে আসামি করে একটি মামলা করে। মামলায় পুলিশ আদালতে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। মামলাটি দীর্ঘ সাত বছর বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য–প্রমাণ শেষে আজ (সোমবার) আদালত শিবির নেতা আকরাম হোসেনকে ২৪ বছরের কারাদণ্ড প্রদান করে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার