হোম > সারা দেশ > খুলনা

অস্ত্র মামলায় শিবির নেতার ২৪ বছরের কারাদণ্ড

ঝিনাইদহ ও কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র মামলায় আকরাম হোসেন নামে ছাত্র শিবিরের এক নেতাকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন। এ ছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করে আদালত।

দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন কোটচাঁদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি (সাধারণ সম্পাদক) ছিলেন বলে জানা গেছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বলেন, আকরাম হোসেন (২৪) কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের এড়ান্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে। ২০১৬ সালের ১১ জুলাই উপজেলার দয়ারামপুর আলিম মাদ্রাসা থেকে জঙ্গি ও নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির সময় তাকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই ঘটনায় ওই দিনই পুলিশ কোটচাঁদপুর মডেল থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ / ২০ জনকে আসামি করে একটি মামলা করে। মামলায় পুলিশ আদালতে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। মামলাটি দীর্ঘ সাত বছর বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য–প্রমাণ শেষে আজ (সোমবার) আদালত শিবির নেতা আকরাম হোসেনকে ২৪ বছরের কারাদণ্ড প্রদান করে।

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১