হোম > সারা দেশ > খুলনা

নদীতে লাফ দেওয়া গৃহবধূর মরদেহ ১০ দিন পর উদ্ধার

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার রূপসা ব্রিজ থেকে নদীতে লাফ দেওয়া গৃহবধূ মিম আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার পশুর নদীর তীরের কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিমের পারিবারিক সূত্রে জানা গেছে, মিমের সঙ্গে তাঁর চাচাতো ভাই আকবর ফকিরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। গত ১৮ জুলাই সন্ধ্যায় চুল আঁচড়ানোকে কেন্দ্র করে শাশুড়ির সঙ্গে মিমের মনোমালিন্য হয়। এ ঘটনার পর ওই দিন সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে গেলে তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে অনুসরণ করে তাঁর পেছন পেছন আসেন। কিন্তু তাঁরা আসার আগেই রূপসা সেতু থেকে নদীতে লাফ দেন মিম। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কোস্টগার্ড, নৌ পুলিশ, ডুবুরি দল ট্রলারযোগে বিভিন্ন স্থানে খোঁজ নেয়। কিন্তু রাতে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে আর পাওয়া যায়নি। 

মিমের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজালাল বলেন, ‘জলমা ইউনিয়নের করেরডুন গ্রামের স্থানীয়রা আতালের চর ১০ নম্বর খেয়াঘাটে এক নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের মাধ্যমে নদী থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহ পাওয়ার বিষয়টি রূপসা নৌ–পুলিশকে জানালে, তাঁরা ঘটনাটি মিম আক্তারের পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যরা মিমের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বাবা জালাল হোসেন ফকির থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।’ 

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার