হোম > সারা দেশ > খুলনা

ইউনিয়ন কমিটি নিয়ে সংঘর্ষ, সাতক্ষীরা জেলা বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিভাগীয় সাংগঠনিক কমিটি। আজ রোববার দুপুরে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে জেলার শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন নিয়ে সাতক্ষীরার ৪টি উপজেলায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর উপজেলার সাংগঠনিক কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত দিয়েছে।

সাংগঠনিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা বিএনপির অধীনে সব ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন বা ফরম বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক কমিটি জেলার শীর্ষ নেতাদের সঙ্গে ঢাকায় আলোচনা করেছেন। উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাবিবুল ইসলাম হাবিব আরও জানান, বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী প্রমুখ।

সাতক্ষীরা জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা বিএনপির সম্মেলন শেষ করে ২৩ ফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ