হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভেড়ামারায় আ.লীগ নেতা হত্যায় জাসদ নেতাসহ ২০ জনের নামে মামলা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিক মণ্ডলকে গুলি করে হত্যার ঘটনায় জাসদের কেন্দ্রীয় নেতা ও চেয়ারম্যানসহ ২০ জনের নামে মামলা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় নিহতের ছোট ভাই এনামুল হক মণ্ডল বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলাটি করেন। 

জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন এবং তাঁর ছোট ভাই চাঁদগ্রাম ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল হাফিজ তপনসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে মামলা করা হয়েছে। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান। 

ওসি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে নিহতের ছোট ভাই এনামুল বাদী হয়ে মামলা দিয়েছেন। শিগগিরই সব আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।’ 

মামলার বিষয়ে চাঁদগ্রাম ইউপি সদস্য ও বাদী এনামুল হক বলেন, ‘মামলা নিতে পুলিশের কোনো গড়িমসি ছিল না। আমরাই দরখাস্ত দিতে দেরি করেছি। আহতদের হাসপাতালে চিকিৎসা ও নিহতের মরদেহ দাফন-কাফনসহ আত্মীয়স্বজন ও নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করা হয়। এ জন্য থানায় দরখাস্ত জমা দিতে কিছুটা দেরি হয়েছে।’ 

উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদগ্রামে প্রতিপক্ষের গুলিতে নিহত হন আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর। তিনি ওই গ্রামের ওমর আলী মণ্ডলের ছেলে এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হামলায় তিনজন গুলিবিদ্ধ হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় নিহত সিদ্দিকুরের ভাই বাদশা মণ্ডলের পায়ের রগ কেটে যাওয়ায় তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি