হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় গাছে ঝুলছিল গৃহবধূর মরদেহ, পরিবারের দাবি হত্যা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় রুবিনা (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর পরিবারের দাবি তাঁর স্বামী হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালাচ্ছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের গৃহবধূর পিতা আবুল হাই শেখ বলেন, ৭ বছর আগে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের মৃত ইনছার গাজীর ছেলে কুদ্দুস গাজীর সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিই। তাদের একটি ৪ বছরের সন্তান রয়েছে। বিভিন্ন সময় মেয়েকে জামাই মারপিট করে আমার বাড়িতে পাঠিয়ে দিত। কিন্তু শুক্রবার তাদের ৪ বছরের শিশুর সুন্নতে খতনা দেওয়ার কথা ছিল। এ জন্য জামাই নিকট একটি খাসি ও স্বর্ণের চেইন চায়। আমি দিতে অস্বীকার করায় গতকাল রাতে মেয়েকে মারপিট করে আহত করে।’ 

আবুল হাই শেখ আরও বলেন, ‘রুবিনা বড়বোন ছকিনার কাছে বলে আমাকে মারপিট করেছে এবং আমার স্বামী মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার ধারণা আমার মেয়েকে তারা মেরে গলায় রশি পেঁচিয়ে পাশের বাগানের একটি আমগাছের ডালে ঝুলিয়ে রাখে।’ 

রুবিনার স্বামী কুদ্দুস গাজী বলেন, ‘আমি আমার স্ত্রীকে মারপিট করিনি। আমার শ্বশুর-শাশুড়ি আসবে না বলে জানালে মা-বাবার ওপর অভিমান করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’ 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বোঝা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার