হোম > সারা দেশ > কুষ্টিয়া

কক্সবাজারে যাত্রীবাহী বাসে মিলল সাড়ে ৫ কেজি হেরোইন

কক্সবাজার প্রতিনিধি

কুষ্টিয়া থেকে পর্যটন নগরী কক্সবাজারে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মিলল ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার বাংলা বাজার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করে। তবে হেরোইনের চালান পাচারের অভিযোগে কাউকে আটক করা যায়নি।

গত ৩ নভেম্বর একই এলাকায় কুষ্টিয়া থেকে বাসে তল্লাশি করে ৪ কেজি ৩৯৮ গ্রাম হেরোইন জব্দ করেছিল বিজিবি। ওই হেরোইনও বিজিবি মালিকবিহীন বলে জানিয়েছিল।

৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘গোপন সংবাদে জানা যায় কুষ্টিয়া থেকে একটি যাত্রীবাহী বাসে হেরোইনের চালান কক্সবাজারে আসছে। ওই সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বাংলা বাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। পরে কুষ্টিয়া থেকে আসা একটি বাসে তল্লাশি করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।’

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা