হোম > সারা দেশ > মেহেরপুর

কোনো আন্তর্জাতিক চাপ নয়, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কবীর বিন আনোয়ার

মেহেরপুর প্রতিনিধি

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।’ আজ বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্নার লঞ্চিং উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন তিনি। 

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার বলেন, ‘স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে সকল নির্বাচনে আন্তর্জাতিক চাপ ও ষড়যন্ত্র ছিল। কখনই কোনো চাপের কাছে মাথা নত করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো চাপ নয়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা ভাবছে সরকার।’ 

নির্বাচনকালীন সরকার, না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে, এমন প্রশ্নের জবাবে কবীর বিন আনোয়ার বলেন, ‘নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।’ 

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার বলেন, ‘দেশের প্রতিটি জেলা-উপজেলায় আওয়ামী লীগের স্মার্ট কর্নার লঞ্চিংয়ের উদ্বোধন করা হচ্ছে। যেখান থেকে অনলাইনভিত্তিক আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এখান থেকেই সকল প্রকার গুজব, ষড়যন্ত্র ভার্চুয়ালী মোকাবিলা করা হবে। এ ছাড়াও কোনো অপশক্তি যাতে আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে, সে জন্য ছাত্র অবস্থা থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীর নাম ডেটাবেইস থাকবে।’ 

স্মার্ট কর্নার লঞ্চিং উদ্বোধন শেষে কবীর বিন আনোয়ার প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহীনসহ জেলা আওয়ামী লীগের নেতারা।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার