হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস

বাগেরহাট প্রতিনিধি

আগুন নিয়ন্ত্রণে বনের খাল থেকে পানি নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগে আগুন লেগেছে। আজ শনিবার সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় প্রথমে ধোঁয়া দেখা যায়।

বন বিভাগের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তাঁদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক অংশজুড়ে ছড়াতে না পারে সে জন্য পুড়ে যাওয়া এলাকার চার পাশ পরিষ্কার করা (ফায়ার লাইন কাটা) শুরু হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে বনের খাল থেকে পানি নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, সকালে টেপারবিল এলাকার বনের মধ্যে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি পরে ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়।

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস বলেন, আশপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে দুই-আড়াই কিলোমিটার দূরে গহিন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে।

এ বিষয়ে শরণখোলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম বলেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

যোগাযোগ করা হলে পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, ‘সুন্দরবনে আগুন লেগেছে, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছানোর পর আগুনের বিস্তৃতি বা কী অবস্থা সে বিষয়ে বিস্তারিত বলতে পারব।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার