হোম > সারা দেশ > যশোর

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলার ত্রিমোহিনী শ্যামলাগাছী মোড় এলাকায় ট্রাকচাপায় তানিয়া খাতুন (৩১) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে তানিয়া ছিটকে চাপা পড়ে মারা যান। তিনি শার্শার লাউতারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং সেলিম হোসেনের স্ত্রী। এ ঘটনায় তানিয়ার স্বামী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানিয়া খাতুন তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে শার্শা থেকে নাভারণ যাচ্ছিলেন। পথে ত্রিমোহিনী শ্যামলাগাছী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে বেনাপোলগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-৮৪-০২২৪) তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাঁর স্বামী সেলিম হোসেন আহত হয়েছেন।

নাভারণ হাইওয়ে পুলিশের পরিদর্শক রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শার্শা থানার পুলিশ ও নাভারণ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত