হোম > সারা দেশ > খুলনা

মোংলায় জাহাজের ডাকাতির ঘটনা সাজানো, জড়িত নাবিকেরাই: কোস্ট গার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। এ সময় জাহাজ থেকে ডাকাতি হওয়া বিভিন্ন মালপত্র উদ্ধার করা হয়েছে।

আটক তিনজনকে বুধবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁরা হলেন জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সিরাজুল হক (৫০), ডাকাতি হওয়া মালপত্রের ক্রেতা সুমন হোসেন (৩০) ও ডাকাত সুমন হাওলাদার (২১)।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত সাজানো ডাকাতির ঘটনা।

গত সোমবার ভোররাতে মোংলা বন্দরের বেসক্রিক এলাকায় থাকা এমভি সেঁজুতি নামক বাণিজ্যিক জাহাজে ১২ জনের ডাকাত দল অস্ত্রসহ ঢোকে। এরপর ওই জাহাজের নাবিকদের জিম্মি করে বিভিন্ন মালপত্র লুট করে তারা। এ ঘটনার পর ডাকাতি হওয়া পণ্য উদ্ধার এবং ডাকাতদের ধরতে অভিযানে নামে কোস্ট গার্ড।

লে. কমান্ডার আবরার হাসান আরও জানান, প্রাথমিকভাবে এটি একটি ডাকাতির ঘটনা মনে হলেও জাহাজের কর্তৃপক্ষ, অফিসার, ক্রু ও আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এটি একটি পূর্বপরিকল্পিত সাজানো ডাকাতির ঘটনা। যেখানে জাহাজের চিফ ইঞ্জিনিয়ারসহ অন্যান্য নাবিক ও স্থানীয় দুষ্কৃতকারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন। কারণ, জাহাজের অধিকাংশ নাবিক ছয়-সাত মাস ধরে সঠিকভাবে বেতন পাচ্ছিলেন না। এতে করে নাবিকদের মধ্যে মালিকপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ কারণে আর্থিক ব্যবস্থার উদ্দেশ্যে এর আগেও জাহাজ থেকে বিভিন্ন দলের কাছে মেশিনারিজ বিক্রি করেন জাহাজের নাবিকেরা।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্য উল্লেখ করে কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, জাহাজের চিফ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে স্থানীয় দুষ্কৃতকারীদের সঙ্গে মিলে এই ডাকাতির নাটক সাজিয়ে লুট করা মালপত্র বিক্রির মাধ্যমে উপার্জিত অর্থ ভাগাভাগির পরিকল্পনা হয়। জাহাজের সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি যথাযথ তদন্ত হওয়া দরকার। জাহাজের মালিকপক্ষ নাবিকদের বেতন-ভাতা না দেওয়া এবং ৬ মাস যাবৎ জাহাজটিকে এভাবে ফেলে রাখার বিষয়টিও তদন্তের আওতায় আনতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, কোস্ট গার্ড তিনজনকে থানায় হস্তান্তর করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে