হোম > সারা দেশ > খুলনা

মোরেলগঞ্জের পানগুছি নদীতে যুবকের অর্ধগলিত লাশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদী থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিলন হাওলাদার (২৭) মোরেলগঞ্জ পৌরসভার বারুইখালী এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে স্বজনেরা জানান।

মিলন রিকশা ভ্যান চালানোর পাশাপাশি সুন্দরবন থেকে মাছ ধরে করে বিক্রি করতেন। তাঁর স্ত্রী ও তিন বছর বয়সী একটি ছেলে আছে।

আজ সোমবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নদীর বদনিভাঙ্গা এলাকায় ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায় বলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় নিশ্চিত করেছে। তাঁর মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কাউকে সন্দেহ বা কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।

পরিবারের সদস্যদের বরাতে ওসি বলেন, ‘ওই যুবক কাজের জন্য প্রায় দেরিতে ঘরে ফিরতেন। তবে গতকাল রোববার পর্যন্ত বাড়ি ফিরে না আসায় মৌখিকভাবে থানায় নিখোঁজের অভিযোগ দেওয়া হয়।’

স্থানীয় কাউন্সিলর ও নিহতের ফুপাতো ভাই ইউনুস সরদার বলেন, ‘গত শনিবার রাত ৯টা থেকে নিখোঁজ ছিলেন মিলন। কীভাবে মারা গেল, কীভাবে কী হলো আমরা কিছুই বলতে পারছি না।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ