বাগেরহাটে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন একজন। আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির।
কে এম হুমায়ুন কবির জানান, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৯৬ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৭৪। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৮ জন। বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৩০ জন।
আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৭, মোল্লাহাটে ২০, ফকিরহাটে ২৯, মোড়েলগঞ্জে আট, মোংলায় পাঁচ, চিতলমারীতে ১৪, কচুয়ায় পাঁচ ও শরণখোলায় সাতজন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গেল ২৪ ঘণ্টায় ২৯৮ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জন করোনা শনাক্ত হয়েছেন। শতকরা হিসাবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৫ শতাংশ। এই পরিস্থিতিতে আরও বেশি সতর্ক ও স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।