হোম > সারা দেশ > খুলনা

মনিরামপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

মারুফ হোসেন। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকালে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর মামি ফারজানা ইয়াসমিন রিমি (১৯) আহত হয়েছেন।

নিহত মারুফ উপজেলার খানপুর ইউনিয়নের মুন্সি খানপুর গ্রামের হাসান আলীর ছেলে। আহত রিমি মকমতলা খানপুর গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে।

মারুফ মনিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। রিমি একই কলেজের সমাজকল্যাণ বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, সকালে মামিকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে মনিরামপুর সরকারি কলেজে আসছিল মারুফ। তারা বিজয়রামপুর খইতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কেশবপুরগামী দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারা দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারুফের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনূপ বসু বলেন, হাসপাতালে আনার পর মারুফের মৃত্যু হয়েছে। গুরুতর আহত রিমিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) পলাশ বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় দায়ী পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন। নিহত মারুফের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে