হোম > সারা দেশ > নড়াইল

দুদকের কর্মকর্তা পরিচয়ে অধ্যক্ষের কাছে টাকা দাবির অভিযোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পরিচয় দিয়ে মোবাইল ফোনে এক কলেজ অধ্যক্ষের কাছে টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভুক্তভোগী অধ্যক্ষ।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

জিডি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ ফারুক আহমদের ব্যক্তিগত মোবাইল ফোনের নম্বরে অপরিচিত মোবাইল ফোনের নম্বর থেকে কল করেন এক ব্যক্তি। এ সময় ওই ব্যক্তি নিজেকে দুদকের সহকারী পরিচালক পরিচয় দেন। মোবাইল ফোনে তিনি অধ্যক্ষকে বলেন, তাঁর নামে দুদকে অভিযোগ আছে। অভিযোগ থেকে অব্যাহতি পেতে ৫০ হাজার টাকা দাবি করেন ওই ব্যক্তি। এবং একটি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠাতে বলা হয়। এরপর আরও কয়েকবার কল করার পরও অধ্যক্ষ টাকা না পাঠালে তাঁকে দুর্নীতির মামলায় ফাঁসানোসহ নানা রকম ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী অধ্যক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার