হোম > সারা দেশ > খুলনা

খুবিতে আকস্মিক ক্লাস পরিদর্শনে উপাচার্য

খুবি প্রতিনিধি 

খুবিতে ক্লাস পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন উপাচার্য। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন এবং ইংরেজি ডিসিপ্লিনের কয়েকটি ক্লাস পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থীদের মনোযোগ ও পাঠ্যবিষয় সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শনকালে উপাচার্য বলেন, ‘আমরা কেবল সনদ অর্জনের জন্য নয়, বরং বাস্তবজীবনে প্রযোজ্য জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য শিক্ষা গ্রহণ করি। আমাদের শিক্ষাব্যবস্থা হতে হবে যুগোপযোগী, বাস্তবমুখী এবং গবেষণানির্ভর।’

উপাচার্য আরও বলেন, ‘শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, বরং বিশ্লেষণধর্মী, চিন্তাশীল এবং প্রয়োগযোগ্য শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমানে সবচেয়ে জরুরি বিষয় হলো প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। এ জন্য প্রত্যেক ডিসিপ্লিনের শিক্ষার্থীদের কম্পিউটার তথা তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ হতে হবে। যেসব ডিসিপ্লিনে এখনো কম্পিউটার ল্যাব নেই, সেসব ডিসিপ্লিনে পর্যায়ক্রমে ল্যাব স্থাপন করা হবে।’

উপাচার্য বিএনকিউএফ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নীতিমালার আলোকে প্রণীত ওবিই কারিকুলামের বিভিন্ন দিক নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষকদের পাঠদানের পদ্ধতিকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শ্রেণিকক্ষ সংকটসহ কয়েকটি সমস্যার কথা তুলে ধরলে উপাচার্য বলেন, চলমান ১০ তলা বিশিষ্ট চতুর্থ একাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে ক্লাসরুম সংকট অনেকটাই কমে যাবে। এ ছাড়া অন্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

খুলনার বটিয়াঘাটা: পাউবোর জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী