হোম > সারা দেশ > খুলনা

খুবিতে আকস্মিক ক্লাস পরিদর্শনে উপাচার্য

খুবি প্রতিনিধি 

খুবিতে ক্লাস পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন উপাচার্য। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন এবং ইংরেজি ডিসিপ্লিনের কয়েকটি ক্লাস পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থীদের মনোযোগ ও পাঠ্যবিষয় সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শনকালে উপাচার্য বলেন, ‘আমরা কেবল সনদ অর্জনের জন্য নয়, বরং বাস্তবজীবনে প্রযোজ্য জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য শিক্ষা গ্রহণ করি। আমাদের শিক্ষাব্যবস্থা হতে হবে যুগোপযোগী, বাস্তবমুখী এবং গবেষণানির্ভর।’

উপাচার্য আরও বলেন, ‘শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, বরং বিশ্লেষণধর্মী, চিন্তাশীল এবং প্রয়োগযোগ্য শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমানে সবচেয়ে জরুরি বিষয় হলো প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। এ জন্য প্রত্যেক ডিসিপ্লিনের শিক্ষার্থীদের কম্পিউটার তথা তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ হতে হবে। যেসব ডিসিপ্লিনে এখনো কম্পিউটার ল্যাব নেই, সেসব ডিসিপ্লিনে পর্যায়ক্রমে ল্যাব স্থাপন করা হবে।’

উপাচার্য বিএনকিউএফ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নীতিমালার আলোকে প্রণীত ওবিই কারিকুলামের বিভিন্ন দিক নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষকদের পাঠদানের পদ্ধতিকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শ্রেণিকক্ষ সংকটসহ কয়েকটি সমস্যার কথা তুলে ধরলে উপাচার্য বলেন, চলমান ১০ তলা বিশিষ্ট চতুর্থ একাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে ক্লাসরুম সংকট অনেকটাই কমে যাবে। এ ছাড়া অন্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক