হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে টার্মিনাল থেকে বাস চুরি

ঝিনাইদহ প্রতিনিধি

বাস টার্মিনাল। ছবি: প্রতীকী

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঝিনাইদহ লাইন পরিবহনের একটি বাস চুরি হয়েছে। যার সিরিয়াল নম্বর ১৪-৭৮৫৩। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বাসটির নিয়মিত চালক সাদিক রাকিব জানান, শুক্রবার রাতে অন্য চালক লালপুর থেকে ঝিনাইদহে এসে টার্মিনালে বাসটি রেখে বাড়িতে যান। অন্যদিকে চালকের সহকারী শৌচাগার থেকে ফিরে এসে দেখেন, নির্দিষ্ট জায়গায় বাসটি নেই। পাশে থাকা এক চায়ের দোকানদার জানান, এক লোক বাসটি চালিয়ে নিয়ে গেছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, বাসটি হাটগোপালপুর, মাগুরা হয়ে খুলনার রূপসা সেতুর ৪ নম্বর টোল প্লাজা ভেঙে বেরিয়ে গেছে।

ঝিনাইদহ লাইন পরিবহনের মালিকপক্ষের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। টার্মিনাল থেকে রাত ১২টার দিকে গাড়ি চুরি হয়ে গেছে। আমরা তো এখন নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘টার্মিনাল থেকে একটি বাস চুরি হওয়ার ঘটনা শুনেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মালিকপক্ষ। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার