হোম > সারা দেশ > সাতক্ষীরা

‘প্রেমঘটিত’ কারণে কীটনাশক পানে কিশোরের ‘আত্মহত্যা’

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে ‘প্রেমঘটিত’ কারণে সাইফুল ইসলাম (১৭) নামের এক কিশোর কীটনাশক পানে ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার বেলা ১টার দিকে সৈয়দালীপুর গ্রামে নানাবাড়িতে কীটনাশক পানের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

খবর পেয়ে শ্যামনগর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সাইফুল কালিগঞ্জ উপজেলার ঘোনা গ্রামের মৃত মো. আব্দুল্লাহ ও ফাতেমা খাতুন দম্পতির একমাত্র পুত্র। জন্মের পর পিতার মৃত্যু হলে মায়ের সঙ্গে শ্যামনগর উপজেলার সৈয়দালীপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করত সে। 

নিহত কিশোরের নানা আব্দুস সামাদ জানান, দুপুরে বাড়িতে ঢুকে তিনি সাইফুলকে ছটফট করতে দেখেন। এ সময় মুখসহ শরীর থেকে কীটনাশকের গন্ধ পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পাকস্থলী পরিষ্কার করার একপর্যায়ে তার মৃত্যু হয়। 

বৃদ্ধ আব্দুস সামাদ আরও জানান, প্রায় চার মাস আগে মায়ের সঙ্গে ইটভাটায় কাজ করতে বরিশাল যায় সাইফুল। এক মাস আগে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে চলে আসে। এরপর আজ বুধবার সে কীটনাশক পান করে। 

এদিকে স্থানীয়রা বলছেন, প্রতিবেশী আবুল হোসেনের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে কীটনাশক পানে ‘আত্মহত্যা’ করেছে সাইফুল। 

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, কেউ বাড়িতে না থাকার সুযোগে কীটনাশক পান করে সাইফুল। তবে কী কারণে সে কীটনাশক পান করেছে বিষয়টি পরিষ্কার নয়। 

শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) খবির উদ্দীন জানান, আত্মহত্যার ঘটনায় শ্যামনগর থানায় ইউডি মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার