হোম > সারা দেশ > ঝিনাইদহ

স্ত্রীর ওপর অভিমান করে বিষপানের অভিযোগ, ২০ ঘণ্টা পর স্বামীর মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিষপান করার ২০ ঘণ্টা পর সাগর হোসেন (২৮) নামের এক যুবক মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। স্ত্রীর ওপর অভিমান করে তিনি বিষপান করেন বলে জানান স্বজনেরা। পুলিশ আজ শনিবার সকালে সাগরের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সাগর কোটচাঁদপুরের বলাবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়ার নুর ইসলামের ছেলে।

সাগরের চাচাতো ভাই সবুজ কাহার ও প্রতিবেশী শাহিন হোসেন বলেন, তিন বছর আগে মহেশপুরের মালাধারপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে কাজলীর সঙ্গে সাগরের বিয়ে হয়। সাগরের পরিবার গরিব হওয়ায় বিয়ের প্রথম দিক থেকেই মেয়ে দিতে অস্বীকৃতি জানায় কনেপক্ষ। এ নিয়ে মামলা হলে তা মীমাংসা করে স্ত্রীকে নিয়ে আসেন সাগর। তাঁদের দুই বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। গত রমজান মাসের আগে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সাগর একদিন পরপর স্ত্রীকে আনতে যেতেন শ্বশুর বাড়ি। সর্বশেষ গত বৃহস্পতিবার স্ত্রী কাজলীকে আনতে যান সাগর। ওই দিন তাঁর স্ত্রী না আসায় পরের দিন সকালে তিনি বিষপান করেন।

স্বজনেরা সাগরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁর অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। এরপর ২০ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে ওই হাসপাতালে রাত ৩টার দিকে তিনি মারা যান বলে সবুজ ও শাহিন জানান।

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই