হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগর থেকে ৪৮ লাখ টাকার সোনাসহ আটক ১

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি 

জব্দকৃত সোনা। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৪৮ লাখ টাকার সোনাসহ মো. আলমগীর হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে সোনাসহ আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রাত সাড়ে ৭টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা দেড়টার দিকে বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির টহল দল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। এ সময় জীবননগরের নব দুর্গাপুর গ্রামের বাসিন্দা মো. আলমগীর হোসেনকে আটক করা হয়। তিনি কিছু স্বীকার না করলেও তাঁর শরীর তল্লাশি করে তিনটি সোনার বার উদ্ধার করা হয়। সেগুলোর ওজন ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে। আর সোনার বারগুলো আদালতের মাধ্যমে সরকারি জেলা কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা : প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী