কুষ্টিয়ার রামকৃষ্ণপুরে বজ্রপাতে সোহান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই এলাকার সামাদ (৬৫) ও তাঁর ছেলে রুবেল (২০)। আজ সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
জানা যায়, ওই এলাকার ভাগজোত তালতলা এলাকায় পদ্মা নদীতে পাট জাগ দেওয়ার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই সোহান মারা যায়। আহত হন একই এলাকার সামাদ ও তাঁর ছেলে রুবেল। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।
রামকৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার সাজিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।