হোম > সারা দেশ > খুলনা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা: সাজাপ্রাপ্ত একজনকে সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

নিজের ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেন। তিনি সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আজ শুক্রবার সাতক্ষীরা র‍্যাব-৬-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষিতা এক নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। ভিকটিমকে সান্ত্বনা দিয়ে ফিরে যাওয়ার সময় কলারোয়া থানা এলাকায় তাঁর গাড়িবহরের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী।

গ্রেপ্তার আসামি রিপন ওই হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের একজন। তিনি তাঁর সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করলে বহু নেতা-কর্মী গুরুতর আহত হন এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আসামি রিপন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এত দিন ঢাকা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছেন। 

গত ১৮ এপ্রিল এ মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আসামি রিপনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন। রায়ের পর র‍্যাব-৬ খুলনার একটি দল পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। 

গতকাল বৃহস্পতিবার (১৮ মে) র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন সাতক্ষীরার কলারোয়া এলাকায় আত্মগোপনে আছেন। পরে সদর উপজেলা হাসপাতালসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে রিপনকে (৪৭) তাঁর নিজ ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে আগামীকাল (শনিবার) সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা