হোম > সারা দেশ > খুলনা

সকালে ভোটারের উপস্থিতি কম 

নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে 

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে ভোটার উপস্থিতি অনেকটাই কম। তবে বিপরীত চিত্র ছিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে। আজ সোমবার পশ্চিম বানিয়াখামার এলাকায় দুটি কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি তেমন লক্ষ করা যায়নি। নারী ভোটারের উপস্থিত নেই বললেই চলে।

২২৪ নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিকাশ চন্দ্র হালদার আজকের পত্রিকাকে বলেন, তার কেন্দ্রে ভোটার ২ হাজার ৩২০ জন। চারটি বুথে সাতটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেওয়া হয়েছে।

বিকাশ চন্দ্র জানান, শুরুর এক ঘণ্টা ইভিএমে কোনো ধরনের সমস্যা হয়নি। তবে ভোটার উপস্থিতি অনেকটাই কম।

পাশের ২২৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রবিউল ইসলাম বলেন, তাঁর কেন্দ্রে ভোটার ২ হাজার ৪৮ জন। এখানে ৭টি বুথে ১১টি ইভিএম দেওয়া হয়েছে। শুরুতে একটি ইভিএম সমস্যা করলেও পরে তা ঠিক করা হয়েছে।

রবিউল ইসলামও জানালেন, তাঁর কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই কম।

তবে সকাল থেকেই এসব কেন্দ্রে বয়স্ক ভোটারের উপস্থিতি বেশি ছিল। চল্লিশোর্ধ্ব বয়সের ব্যক্তিদেরকে বেশি দেখা গিয়েছে ভোটকেন্দ্রে।

২২৩ নম্বর কেন্দ্রে ভোট দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল। তবে বুথগুলো ঘুরে দেখা গেছে এখন পর্যন্ত তার পোলিং এজেন্টের উপস্থিতি নেই। নৌকার মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট ছিল।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার