ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কপোতাক্ষ নদের লাল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম পৌর সদরের পুরন্দরপুর সরদারপাড়া গ্রামের সাদেক আলী মিস্ত্রীর ছেলে।
ঝিকরগাছা রেলস্টেশনের বুকিং ইনচার্জ মেহেদী আল মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, যশোর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনটি সকাল ৭টার দিকে কপোতাক্ষ নদের লাল ব্রিজের ওপর আশরাফুলকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাঁকে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।