হোম > সারা দেশ > নড়াইল

বর্তমান প্রজন্মের সন্তানেরা ফেসবুকের পজিটিভ বিষয়গুলো এড়িয়ে যায়: মাশরাফি

নড়াইল প্রতিনিধি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, বর্তমান প্রজন্মের সন্তানেরা ফেসবুকের পজিটিভ বিষয়গুলো এড়িয়ে যায় এবং নেগেটিভ বিষয়গুলো বেশি আয়ত্তে নেয়। আমাদের সকলের উচিত সন্তানদের সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলো থেকে দূরে রেখে কীভাবে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেদিকে খেয়াল রাখা। 

আজ শুক্রবার সকালে নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারি প্রাথমিক শিক্ষকদের সমাবেশে ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ: আমাদের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মাশরাফি বলেন, আমি শিক্ষক পরিবারের সন্তান, শিক্ষকদের সম্মান দেওয়ার ব্যাপারে আমি সব সময়ই সজাগ। সবকিছু ঠিক থাকলে আপনাদের যে বিদ্যালয়গুলো জাতীয়করণ হয়নি সেটা জাতীয়করণের জন্য আমি প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাবো। আর একটা বিষয় আমি আপনাদের বলতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। প্রধানমন্ত্রী প্রত্যেকটা সেক্টরের উন্নয়নে কাজ করেছেন। বিগত চার বছরে নড়াইলে দুইশ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তা এবং স্কুলের উন্নয়ন হয়েছে। আরও উন্নয়নের কাজ নড়াইলে চলছে। নবগঙ্গা নদী খনন, নড়াইল শহরের মাঝ দিয়ে ফোর লেন রাস্তা, হাসপাতালসহ সার্বিক উন্নয়ন অব্যহত রয়েছে। 

মভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমানসহ অনেকে।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার