হোম > সারা দেশ > খুলনা

নিখোঁজের পরদিন নবগঙ্গা নদীতে মিলল যুবকের মরদেহ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় নিখোঁজের পরদিন নবগঙ্গা নদী থেকে আশিকুর রহমান (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার সকাল ৬টার দিকে নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তরপাড়া মসজিদ ঘাটের নবগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শনিবার দুপুরের দিকে মহাজন উত্তরপাড়া মসজিদ ঘাটে এ ঘটনা ঘটে। যুবকটি ওই গ্রামের মো. আছির খানের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বড়দিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন।

স্থানীয়রা জানান, গতকাল দুপুরের দিকে মহাজন উত্তরপাড়া মসজিদসংলগ্ন ঘাটে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে আশিকুর রহমান ডুব দেন। পরে আর ওঠেননি তিনি। খবর পেয়ে তাঁর স্বজনেরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। আজ সকালে এক মাঝি আশিকুর রহমানের মরদেহ নদীতে ভাসতে দেখেন। পরে মরদেহটি উদ্ধার করে বড়দিয়া নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বড়দিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, ‘সকালে মরদেহটি পাওয়া গেছে এই খবরে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খুলনার বটিয়াঘাটা: পাউবোর জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী