হোম > সারা দেশ > খুলনা

নিখোঁজের পরদিন নবগঙ্গা নদীতে মিলল যুবকের মরদেহ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় নিখোঁজের পরদিন নবগঙ্গা নদী থেকে আশিকুর রহমান (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার সকাল ৬টার দিকে নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তরপাড়া মসজিদ ঘাটের নবগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শনিবার দুপুরের দিকে মহাজন উত্তরপাড়া মসজিদ ঘাটে এ ঘটনা ঘটে। যুবকটি ওই গ্রামের মো. আছির খানের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বড়দিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন।

স্থানীয়রা জানান, গতকাল দুপুরের দিকে মহাজন উত্তরপাড়া মসজিদসংলগ্ন ঘাটে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে আশিকুর রহমান ডুব দেন। পরে আর ওঠেননি তিনি। খবর পেয়ে তাঁর স্বজনেরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। আজ সকালে এক মাঝি আশিকুর রহমানের মরদেহ নদীতে ভাসতে দেখেন। পরে মরদেহটি উদ্ধার করে বড়দিয়া নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বড়দিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, ‘সকালে মরদেহটি পাওয়া গেছে এই খবরে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা