হোম > সারা দেশ > সাতক্ষীরা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে দেশের দ্বিতীয় কলারোয়ার নোশাইবা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

জাতীয় কাব শিশুতে দেশের দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেয়েছে সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নোশাইবা শারমিলি।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ ও প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এ সময় দেশের মধ্যে জাতীয় কাব শিশু-২০১৯-এ দ্বিতীয় স্থান অর্জন করায় অতিথিরা তাকে সম্মাননা মেডেল, সার্টিফিকেট ও ১৫ হাজার টাকা মূল্যের প্রাইজমানি দেন।

উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের সন্তান নোশাইবা শারমিলি। তার বাবা ঢাকা শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন। মা উপজেলার বেগম খালেদা জিয়া কলেজের প্রভাষক জয়গুন নেছা। নোশাইবা শারমিলি বর্তমান কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

নোশাইবা শারমিলি বলে, ‘সব সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষকদের অবদান অপরিসীম। মানবিক বিভাগে লেখাপড়া শেষ করে মানুষের কল্যাণে আইনজীবী হতে চাই।’

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, ‘সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে। এ ছাড়া উপজেলা-জেলা বিভাগের সাংস্কৃতিক অঙ্গনেও সফলতা অসামান্য। তার মঙ্গল কামনা করি।’

জাতীয় কাব শিশু প্রথম হয়েছে দক্ষিণ সুরমা সিলেটের খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া তানজিনা। 

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার