হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ৩ সন্তানের মাকে ‘প্রেমিকে’র সঙ্গে বিয়ে দিয়ে স্বামীর দুধ দিয়ে গোসল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে ভাইরাল হয়েছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই যুবকের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গত বুধবার জেলার দর্শনা উপজেলার নেহালপুর গ্রামের দরগাপাড়ায় এ ঘটনা ঘটে। 

ওই যুবকের নাম সেকেন্দার আলী। তিনি পেশায় ট্রাক্টরচালক। তাঁদের তিন সন্তান রয়েছে।

সেকেন্দার আলী বলেন, ‘আমার খালাতো ভাইয়ের সঙ্গে আমার স্ত্রীর প্রেমের সম্পর্কের বিষয়ে জানতে পারি। সন্তানদের কথা ভেবে বারবার স্ত্রীকে ক্ষমা করেছি। গত বুধবার সন্ধ্যায় আমি স্ত্রীকে তার সঙ্গে কথা বলতে শুনি। তাই তাকে নিয়ে খালাতো ভাইয়ের বাড়ি যাই। পরে গ্রামবাসীর সহায়তায় তাদের বিয়ে দিয়েছি।’

সেকেন্দার আলী আরও বলেন, ‘তাদের বিয়ে দিতে পেরে যেন একটি পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।’ 

নেহালপুর গ্রামের বাসিন্দা আল আমিন বলেন, স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনাটি এলাকায় সবার মুখে মুখে। বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে গোসল করে আরও আলোচনায় এসেছেন সেকেন্দার আলী। 

স্থানীয় বেগমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলী হোসেন বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে আমি ওই যুবককে চিনি না।’

বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাটি স্খানীয় লোকজনের মাধ্যমে শুনেছি। সেকেন্দার আলী নামে এক যুবক তার স্ত্রীকে প্রেমিক তথা যুবকের আপন খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এলাকার মানুষের মধ্যে একটু বাজে প্রভাব পড়েছে।’

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ