হোম > সারা দেশ > খুলনা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ফকিরহাটে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়তে শুরু করেছে বাগেরহাটের ফকিরহাটে উপজেলায়। আজ রোববার দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বৈরী আবহাওয়ায় উপজেলার রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। 

উপজেলার ডাকবাংলো মোড়, ব্র্যাক মোড়, উপজেলার মোড়সহ বিভিন্ন ব্যস্ততম স্থানগুলো ফাঁকা দেখা গেছে। সাপ্তাহিক বাজার হওয়ার কারণে যারা বাইরে এসেছেন, তাঁদেরও দ্রুত বাড়ি ফেরার জন্য তাড়াহুড়া করতে দেখা গেছে। 

এদিকে ঘূর্ণিঝড় রিমালের মোকাবিলায় প্রস্তুতি হিসেবে ফকিরহাট উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা বলেন, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় দুটি আশ্রয়কেন্দ্রসহ ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার উপযোগী করা হয়েছে। প্রস্তুত রয়েছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। চলছে সচেতনতামূলক প্রচার। 

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া বিভিন্ন জায়গায় মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার