হোম > সারা দেশ > বাগেরহাট

রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, দুজন কারাগারে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তার ও লোহার রডসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার সকালে গ্রেপ্তারকৃতদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল শনিবার মধ্যরাতে ফকিরহাট উপজেলার কাটাখালীসংলগ্ন লখপুর এলাকা থেকে পিকআপ ভ্যানবোঝাই এসব মালামাল জব্দ করা হয়। 

খুলনা র‍্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদে র‍্যাব লখপুর মহাসড়কের পাশে থেকে পিকআপ ভ্যান বোঝাই তামার তার ও লোহার রড উদ্ধার করে। এ সময় চালকসহ দুজনকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন পাবনার চরঘোষপুর এলাকার কালাম প্রামাণিকের ছেলে বিপ্লব হোসেন (১৯) ও খুলনার দিলখোলা এলাকার দুলাল শেখের ছেলে পিকআপ ভ্যানচালক মেহেদী হাসান (২৩)। রাতেই উদ্ধার হওয়া পিকআপ ভ্যানসহ আটকদের ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সিকিউরিটি ইনচার্জ মো. মনিরুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে লোহা ৫ হাজার ৪৯৫ কেজি, তামার তার ৫০ কেজি। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, আসামিসহ পিকআপ ভ্যান বোঝাই মালামাল থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার