হোম > সারা দেশ > বাগেরহাট

রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, দুজন কারাগারে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তার ও লোহার রডসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার সকালে গ্রেপ্তারকৃতদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল শনিবার মধ্যরাতে ফকিরহাট উপজেলার কাটাখালীসংলগ্ন লখপুর এলাকা থেকে পিকআপ ভ্যানবোঝাই এসব মালামাল জব্দ করা হয়। 

খুলনা র‍্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদে র‍্যাব লখপুর মহাসড়কের পাশে থেকে পিকআপ ভ্যান বোঝাই তামার তার ও লোহার রড উদ্ধার করে। এ সময় চালকসহ দুজনকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন পাবনার চরঘোষপুর এলাকার কালাম প্রামাণিকের ছেলে বিপ্লব হোসেন (১৯) ও খুলনার দিলখোলা এলাকার দুলাল শেখের ছেলে পিকআপ ভ্যানচালক মেহেদী হাসান (২৩)। রাতেই উদ্ধার হওয়া পিকআপ ভ্যানসহ আটকদের ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সিকিউরিটি ইনচার্জ মো. মনিরুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে লোহা ৫ হাজার ৪৯৫ কেজি, তামার তার ৫০ কেজি। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, আসামিসহ পিকআপ ভ্যান বোঝাই মালামাল থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার