হোম > সারা দেশ > বাগেরহাট

রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, দুজন কারাগারে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তার ও লোহার রডসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার সকালে গ্রেপ্তারকৃতদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল শনিবার মধ্যরাতে ফকিরহাট উপজেলার কাটাখালীসংলগ্ন লখপুর এলাকা থেকে পিকআপ ভ্যানবোঝাই এসব মালামাল জব্দ করা হয়। 

খুলনা র‍্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদে র‍্যাব লখপুর মহাসড়কের পাশে থেকে পিকআপ ভ্যান বোঝাই তামার তার ও লোহার রড উদ্ধার করে। এ সময় চালকসহ দুজনকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন পাবনার চরঘোষপুর এলাকার কালাম প্রামাণিকের ছেলে বিপ্লব হোসেন (১৯) ও খুলনার দিলখোলা এলাকার দুলাল শেখের ছেলে পিকআপ ভ্যানচালক মেহেদী হাসান (২৩)। রাতেই উদ্ধার হওয়া পিকআপ ভ্যানসহ আটকদের ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সিকিউরিটি ইনচার্জ মো. মনিরুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে লোহা ৫ হাজার ৪৯৫ কেজি, তামার তার ৫০ কেজি। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, আসামিসহ পিকআপ ভ্যান বোঝাই মালামাল থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা