হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

মাঘের শেষে চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নামল ১০ ডিগ্রিতে

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

কুয়াশায় ঢেকে আছে চারপাশ। ছবি: আজকের পত্রিকা

টানা কয়েক দিন শীতের তীব্রতা কমলেও মাঘের শেষের দিকে চুয়াডাঙ্গায় আবারও দাপট দেখাচ্ছে শীত। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। এক দিনের ব্যবধানে সীমান্তবর্তী এ জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর ৩ ফেব্রুয়ারি ১৭ দশমিক ৬ ডিগ্রি, ৪ ফেব্রুয়ারি ১৩ দশমিক ২ ডিগ্রি, ৫ ফেব্রুয়ারি ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঘন কুয়াশা না থাকলেও মধ্যরাত থেকে উত্তরের হিম বাতাসের শীত বেশি অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা শহরের চা-দোকানি রহমত আলী বলেন, ‘কদিন একটু স্বস্তি ছিল। হালকা শীত শীত লাগছিল, ভালোই ছিল। আজকে আবার বেশি শীত লাগছে।’

ভ্যানচালক লিমন হোসেন বলেন, ‘সকালে ভ্যান চালাতে পারি না। তবে দিনের বেলায় সব ঠিক হয়ে যাচ্ছে।’

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহম্মেদ আলী মানিক বলেন, ‘এবার শীত কমলে কেটে যাবে। মাঘ মাসের সর্বশেষ কাঁপুনি দিয়ে গেল।’

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ১১ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে। এ সময় রাতে শীতের তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক