নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে কাঁকড়া আহরণের অপরাধে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। গতকাল শনিবার ভোর ৫টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন টেকেরখাল এলাকা হতে তাঁদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি স্ত্রী কাঁকড়াসহ ১টি নৌকা জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের মোশাররফ হোসেন মোড়ল, আনারুল ইসলাম ও কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা
গ্রামের মো. ফারুক হোসেন সরদার।
কোবাদক স্টেশন কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এ সময় সুন্দরবনে কাঁকড়া আহরণের পাস-পারমিট বন্ধ থাকে। এই তিন জেলে মাছের পাশ নিয়ে কাঁকড়া আহরণ করার অপরাধে তাদেরকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঠানো হয়েছে।