হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলার কাঁচাবাজারে সবজির দাম ঊর্ধ্বগতি, ভোগান্তিতে এলাকাবাসী

প্রতিনিধি, মোংলা (বাগেরহাট) 

করোনার লকডাউনের মধ্যেও স্বাভাবিক রয়েছে মোংলায় কাঁচামালের পরিবহন। তার পরও করোনার অজুহাত দেখিয়ে পৌর শহরের প্রধান কাঁচাবাজারের নানা পণ্য চড়া মূল্যে বিক্রি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।

আজ সোমবার সকালে বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে কুমড়া শাক বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এর আগে ক্রেতারা এমন চড়া দামে শাক কেনেনি। আর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উচ্ছে। কাঁকরোল, বেগুন, শসা, পটোল, কচুমুখীসহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে ৬০–৭০ টাকা দরে। শুধু আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

বাজার করতে আসা ব্যবসায়ী সত্তার ইজারদার, মহিদুল শেখ, কায়দাবাদ গোলদারসহ অনেক ক্রেতা অভিযোগ করে বলেন, শহরের বাইরের গ্রামগঞ্জ থেকে এ বাজারে বিক্রেতারা আসছেন শাকসবজি বিক্রি করতে। কিন্তু তাঁদের বাজারে বসতে দেওয়া হচ্ছে না। তাঁদের বাজারে বসতে না দিয়ে বাজারের সিন্ডিকেট চক্র শাকসবজি কম দামে কিনে রেখে চড়া দামে বিক্রি করছেন।

অন্যদিকে বাজারের কয়েকজন সবজিবিক্রেতা জানান, লকডাউনে গাড়ি বন্ধ, তাই দাম বেশি। অথচ কাঁচামাল পরিবহনের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এমতাবস্থায় চড়া দামে কাঁচা পণ্য কিনতে গিয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ দিনমজুররা। তাঁরা এই সিন্ডিকেট চক্রের অবসানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্য নূর আলম শেখ বলেন, পৌর শহরের প্রধান কাঁচাবাজারে একটি শক্তিশালী ব্যবসায়িক সিন্ডিকেট চক্র আছে। তারা অধিক মুনাফা লাভের আশায় করোনার দোহাই দিয়ে এ অপকর্মগুলো করছে। এখানকার দ্রব্যমূল্যের (কাঁচামালের) ঊর্ধ্বগতি রোধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ প্রয়োজন।

উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এ বিষয়ে দুই–এক দিনের মধ্যে বাজার কমিটিকে ডাকা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে অভিযান পরিচালনা করানো হবে। যদি তারা কোনো অজুহাতে পণ্যের দাম বেশি নিয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, শহরের বাইরে থেকে আসা কৃষকেরা অবশ্য এই বাজারে তাঁদের পণ্য বিক্রি করতে পারবেন। অথবা পাইকারিও বিক্রি করে দিয়ে যেতে পারেন, সেটি তাঁদের সিদ্ধান্ত। যদি তাঁদের এই বাজারে বিক্রিতে বাধা দেওয়া হয়, তাহলে বাধাকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি