হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫০ তম শাহাদতবার্ষিকী পালিত

প্রতিনিধি, নড়াইল

আজ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫০ তম শাহাদতবার্ষিকী। এ উপলক্ষে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তন ও নূর মোহাম্মদ নগরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। 

কর্মসূচির হিসেবে পবিত্র কোরআন খতম, নূর মোহাম্মদ নগরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান, দোয়া মাহফিল এবং প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট এর সদস্যসচিব আজিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন। নূর মোহাম্মদ শেখের স্মরণে আলোচনা শেষে ১৩৬ জনকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ। 

উল্লেখ্য, ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আমানত শেখ, মাতা জেন্নাতুন্নেসা। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাতবরণ করেন তিনি। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়। তাঁকে বাংলাদেশ সরকার কর্তৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়। 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক