হোম > সারা দেশ > খুলনা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা

বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পার বটিয়াঘাটা এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পরিপ্রেক্ষিতে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই ছাত্রী বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ছাত্রীর পিতা মেঘনাথ মিস্ত্রি বটিয়াঘাটা থানায় হরিচান তরফদার (২৪) নামে এক যুবককে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত হরিচানকে আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মেঘনাথ মিস্ত্রি।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ওই ছাত্রী ও তার বান্ধবী কৃষ্ণা স্কুল থেকে খাতা কেনার জন্য পার বটিয়াঘাটা গ্রামের বরুণ মহালদারের দোকানে যায়। দোকান থেকে খাতা কিনে স্কুলে ফেরার পথে পার বটিয়াঘাটা ইউপি সদস্য প্রসেনজিতের বসতবাড়ির পেছনের রাস্তার ওপর পৌঁছালে, আগে থেকেই সেখানে ওত পেতে থাকা হরিচান তরফদার ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় এবং তার সঙ্গে অশালীন আচরণ করতে থাকে। ছাত্রীটি প্রতিবাদ করলে, ওই যুবক তার চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারপিট করে। এমনকি মেয়েটিকে শ্বাসরোধ করে মেরে ফেলার জন্য গলাটিপে ধরে। তখন ছাত্রীর সঙ্গে থাকা তার বান্ধবী কৃষ্ণার চিৎকারে পথচারী সহ আশপাশের লোকজন দৌড়ে এসে ছেলেটিকে আটক করে। 

পরে স্থানীয় জনতা হরিচানকে গণধোলাই দিয়ে ইউপি সদস্য প্রসেনজিৎ মেম্বরের বাড়িতে আটকে রাখে। পরে উপস্থিত লোকজন ও ছাত্রীর পরিবার আহত ছাত্রীকে উদ্ধার করে বটিয়াঘাটা হাসপাতালে ভর্তি করেন। বটিয়াঘাটা সদর ইউপি সদস্য প্রসেনজিৎ কুমার বলেন, ‘ঘটনা সত্য। জনগণ ছেলেটিকে আমার বাড়িতে সারা দিন আটক করে রেখেছিল। আমি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি। ছেলেটি অসুস্থ তাই তাকে তাঁর পরিবার হাসপাতালে ভর্তি করেছে।’

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মো. শাহ জালাল বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার