হোম > সারা দেশ > খুলনা

কীটনাশক মিশিয়ে পানি পান, হাসপাতালে ৬ শিশু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে কীটনাশক মেশানো পানি পান করায় ছয় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খেলার সময় নলকূপের পানির সঙ্গে কীটনাশক মিশিয়ে পান করে অসুস্থ হয়ে পড়েছে ছয় শিশু। গতকাল সোমবার উপজেলার কাচারিতলা গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৯টার পর তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি শিশুরা হলো একই গ্রামের কামিরুল শাহের ছেলে হোসাইন শাহ (৪), সাইফুল শাহের মেয়ে মরিয়ম (৭), সাগর খায়ের ছেলে আব্দুল্লাহ (৩), হাসান মণ্ডলের মেয়ে জান্নাতুল (৯), রতন শাহের মেয়ে রোকেয়া (৯) এবং মারুফ শাহের মেয়ে মার্ফিয়া (৬)। তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

অসুস্থ শিশুদের পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের রমজান মণ্ডল সোমবার দুপুরে জমিতে কীটনাশক ছিটিয়ে বোতলে কিছু ওষুধ রেখে পাশের আমবাগানে বিশ্রাম নিচ্ছিলেন। পরে তিনি ওই বোতল ফেলে রেখে বাড়িতে চলে যান। বিকেলে ছয় শিশু খেলার সময় না বুঝে অসতর্কতাবশত বোতলের কীটনাশক রাস্তার পাশের নলকূপের ভেতরে দেয়। পরে ওই নলকূপের পানি পান করে। কিছুক্ষণ পর কামিরুল শাহের ছেলে হোসাইন শাহের পেটে ব্যথা শুরু হয়। তখন ওই শিশুর সঙ্গে কথা বলে নলকূপের ধারে গিয়ে কীটনাশকের বোতল পায় অভিভাবকেরা।

পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাত ৯টার দিকে সদর হাসপাতালে আনা হয়। এদিকে অপর ৫ শিশুর পেট, গলাব্যথা ও বমি শুরু হলে রাতেই তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী ইসলাম টিটু বলেন, ‘শিশুরা বিষ খাওয়ার হিস্ট্রি নিয়ে সদর হাসপাতালে এসেছে। তবে তাদের শারীরিক অবস্থা প্রাথমিকভাবে শঙ্কামুক্ত মনে হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে শিশুদের ভর্তি রাখা হয়েছে।’

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার