হোম > সারা দেশ > খুলনা

কীটনাশক মিশিয়ে পানি পান, হাসপাতালে ৬ শিশু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে কীটনাশক মেশানো পানি পান করায় ছয় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খেলার সময় নলকূপের পানির সঙ্গে কীটনাশক মিশিয়ে পান করে অসুস্থ হয়ে পড়েছে ছয় শিশু। গতকাল সোমবার উপজেলার কাচারিতলা গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৯টার পর তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি শিশুরা হলো একই গ্রামের কামিরুল শাহের ছেলে হোসাইন শাহ (৪), সাইফুল শাহের মেয়ে মরিয়ম (৭), সাগর খায়ের ছেলে আব্দুল্লাহ (৩), হাসান মণ্ডলের মেয়ে জান্নাতুল (৯), রতন শাহের মেয়ে রোকেয়া (৯) এবং মারুফ শাহের মেয়ে মার্ফিয়া (৬)। তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

অসুস্থ শিশুদের পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের রমজান মণ্ডল সোমবার দুপুরে জমিতে কীটনাশক ছিটিয়ে বোতলে কিছু ওষুধ রেখে পাশের আমবাগানে বিশ্রাম নিচ্ছিলেন। পরে তিনি ওই বোতল ফেলে রেখে বাড়িতে চলে যান। বিকেলে ছয় শিশু খেলার সময় না বুঝে অসতর্কতাবশত বোতলের কীটনাশক রাস্তার পাশের নলকূপের ভেতরে দেয়। পরে ওই নলকূপের পানি পান করে। কিছুক্ষণ পর কামিরুল শাহের ছেলে হোসাইন শাহের পেটে ব্যথা শুরু হয়। তখন ওই শিশুর সঙ্গে কথা বলে নলকূপের ধারে গিয়ে কীটনাশকের বোতল পায় অভিভাবকেরা।

পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাত ৯টার দিকে সদর হাসপাতালে আনা হয়। এদিকে অপর ৫ শিশুর পেট, গলাব্যথা ও বমি শুরু হলে রাতেই তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী ইসলাম টিটু বলেন, ‘শিশুরা বিষ খাওয়ার হিস্ট্রি নিয়ে সদর হাসপাতালে এসেছে। তবে তাদের শারীরিক অবস্থা প্রাথমিকভাবে শঙ্কামুক্ত মনে হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে শিশুদের ভর্তি রাখা হয়েছে।’

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে