হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় তেঁতুলগাছ থেকে মাটিতে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ইকরাম (১৬) মধুপুর কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আইজুদ্দিনের ছেলে। সে দুই ভাই-বোনের মধ্যে ছোট। তার বাবা একজন ভ্যানচালক।

খোকসা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হিজলাবটের লাল তেঁতুলগাছ থেকে পড়ে ওই স্কুলছাত্র গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) ভোরে ঢামেকে মারা যায় সে।’

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার ইকরাম হিজলাবটে নানাবাড়িতে গিয়েছিল। ওই দিন বিকেলে তেঁতুলগাছে উঠে মাটিতে পড়ে যায়। এতে তার মাথা ও কানের পর্দা ফেটে প্রচুর রক্তপাত হয়। তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতেই উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তার শারীরিক অবস্থান কোনো উন্নতি না হওয়ায় গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয় বলে জানা যায়।

নিহত ছাত্রের চাচাতো ভাই হেলাল উদ্দিন বলেন, ‘নানাবাড়িতে বেড়াতে গিয়ে লাল তেঁতুলগাছে উঠে তেঁতুল পাড়তে গিয়েছিল ইকরাম। ওই সময় বিদ্যুতের শক খেয়ে গাছ থেকে নিচে পড়ে গিয়ে মাথা ও কানের পর্দা ফেটে প্রচুর রক্তপাত হচ্ছিল। চিকিৎসার জন্য প্রথমে খোকসা, তারপর যথাক্রমে কুষ্টিয়া, রাজশাহী ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। পরে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়য়ই মারা যায় ইকরাম।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার